ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে দুর্ঘটনায় বাস চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
পটুয়াখালীতে দুর্ঘটনায় বাস চালক নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর লেবুখালীতে বাস ও তেলবাহী লরির চাপায় পিষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক বাস চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত দেলোয়ার হোসেন ফয়সাল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসের চালক।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান বাংলানিউজকে জানান, লেবুখালী ফেরিঘাটে যাত্রীবাহী বাসটি হেলপার দারা পরিচালিত হচ্ছিল। চালক দেলোয়ার এসময় বাসটির পেছনে অবস্থান করছিলেন। এসময় বাসের পেছন থেকে তেলবাহী একটি লরি ধাক্কা দিলে দুই বাহনের চাপায় পিষ্ট হয়ে দেলোয়ারের মৃত্যু হয়।

বাসটি বরিশাল থেকে পটুয়াখালী যাচ্ছিলো বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।