ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৪ বখাটের কারাদণ্ড

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বগুড়ায় ৪ বখাটের কারাদণ্ড

বগুড়া:  বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চার বখাটেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন - ইলিয়াস, গোলজার, বাপীন ও আরিফ।


 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
 
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) তৌহিদ বাংলানিউজকে জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মহাস্থান এলাকায় নারীদের উত্যক্ত করার সময় স্থানীয় জনতা তাদের ধরে ফেলে।
 
এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত চারজনের প্রত্যেককে উক্ত মেয়াদে সাজা দেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।