ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাত খুনের দুই মামলা

পেছালো সাক্ষ্যগ্রহণ, কারাকর্তৃপক্ষকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
পেছালো সাক্ষ্যগ্রহণ, কারাকর্তৃপক্ষকে শোকজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দু’টি মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরে একই আদালত ২৯ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, বৃহস্পতিবার নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিনে সাত খুনের দু’টি মামলার মধ্যে একটির বাদী বিজয় কুমার পাল ও অপরটির বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্যগ্রহণের কথা ছিল। কিন্তু এদিন মামলার অন্যতম আসামি তারেক সাঈদকে আদালতে হাজির করা হয়নি। কেন তাকে হাজির করা হয়নি সেজন্য কারাকর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত আগামী ২৯ ফেব্রুয়ারি নতুন করে তারিখ নির্ধারণ করেছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জন ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও বিজয় কুমার পাল মামলা দু’টি দায়ের করেন।

তদন্ত শেষে প্রায় একবছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দু’টি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন। আর চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে এখনও ১২ জন পলাতক।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।