ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। আর যেন ১/১১ না আসে।
রাজনীতিবিদ ভুল করলে জেলে যেতে হয়, চিকিৎসক ভুল করলে জেলে যেতে হয়। একটি সম্প্রদায় আছে, যাদের জেলে যেতে হয় না, স্যরি বললেই হয়ে যায়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রাজধানীর উত্তরায় ৬০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জাপানের শিপ হেলথ কেয়ার হোল্ডিংসের সঙ্গে বাংলাদেশের আইচি মেডিকেল গ্রুপের চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী।
এ উপলক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। চুক্তিতে স্বাক্ষর করেন জাপানের শিপ হেলথ কেয়ার হোল্ডিংসের চেয়ারম্যান হিরোতাকা ওগাওয়া এবং আইচি মেডিকেল গ্রুপের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, জাপান দূতাবাসের প্রথম সচিব তাকেসি মাতসুনাগে, জেটরো‘র বাংলাদেশ প্রতিনিধি কেই কায়ানো ও শিপ-আইচি মেডিকেল সার্ভিসের নির্বাহী পরিচালক হিরোইউকি কোবায়েসি।
শিপ আইচি মেডিকেল সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, নতুন বিশেষায়িত হাসপাতালটির ২০ ভাগ সিট দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছলদের জন্য বরাদ্দ থাকবে। যেখানে সম্পূর্ণ বিনাখরচে চিকিৎসা সেবা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমএন/এমজেএফ/