ঢাকা: জন্মের পর ভবন থেকে নিচে ফেলে দেওয়া নবজাতক ‘বেবি অব বিউটি’ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খাজা আবদুল গফুর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ০১ ফেব্রুয়ারি সকালে রমনার বেইলী রোডের পিঠাঘর সংলগ্ন একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই ছেলে শিশুকে ফেলে দেন তার মা বিউটি। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। অবৈধ গর্ভপাতের কারণে শিশুটিকে হত্যা করতে চেয়েছিলেন ওই নারী।
পরে ওই শিশুটিকে উদ্ধার করে মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
ওই হাসপাতালে ‘বেবি অব আদ-দ্বীন’ নামে ভর্তি হওয়া শিশুটিকে ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানকার রেজিস্ট্রি খাতায় ‘বেবি অব বিউটি’ নামে নবজাতকের নাম রেজিস্ট্রি করা হয় বলে জানিয়েছিলেন রমনা থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।
চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে শিশুটিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে (ওয়ার্ড নম্বর-২১১) চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শিশুটির মাও ভর্তি ছিলেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
তবে বর্তমানে তাকে রাজধানীর ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে জানান এস আই হুমায়ুন কবির।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এজেডএস/এমএ/
** ‘বেবি অব বিউটি’কে ঢামেক হাসপাতালে ভর্তি