ঢাকা: রাজধানীর মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজের আবাসিক হলে প্রবেশ করে আন্দোলনকারী ছাত্রদের মারধর করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
কলেজে বর্ধিত বেতন ফি আদায় বন্ধের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপরে কলেজের আক্কাছুর রহমান আঁখি হলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোলাম কিবরিয়া, আবদুল মোতালেব, শাহ আলম এবং মো. আসিফ। তারা কলেজের সবাই স্নাতক (সম্মান) শ্রেণির বিভিন্ন বর্ষের ছাত্র।
আহতরা জানান, হলে আকস্মিভাবে বিভিন্ন কক্ষে প্রবেশ করে ছাত্রলীগ কর্মীরা তাদের মারধর করেন। পরে সহপাঠীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এজেডএস/এমএ/