পাবনা: পাবনায় ইংরেজি দৈনিক পত্রিকা দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এছাড়া তাকে ২৪ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাবনার আমলি আদালত-১ এর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন।
এ আদালতের পেশকার দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডেইলি স্টারে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। এর প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসানকে নির্দেশ দেন। তিনি সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করায় প্রতিবেদন যাচাই-বাছাই করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আদালতে মাহফুজ আনামকে ২৪ মার্চ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসআই