ঢাকা: কোনো এজেন্সি যদি হজ যাত্রীদের নিয়ে প্রতারণা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
হজ যাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো এজেন্সি যদি প্রতারণা করে, বা অতিরিক্ত টাকা নেয়, তবে আপনারা আমাদের জানাবেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরা আশকোনায় হজ অফিসে ‘পবিত্র হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সেমিনারের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজের সময় বিভিন্ন এজেন্সি ও ব্যক্তিরা আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকে। কিন্তু আমি সন্তুষ্ট হওয়ার মতো মানুষ নই। এবার কোনো ধরনের অজুহাত চলবে না। হজ নিয়ে যারা প্রতারণা ও দুর্নীতি করার চিন্তা করছেন, তারা সাবধান হয়ে যান।
মন্ত্রণালযের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে যে যেমন দুর্নীতি করেছেন, এ বছর আপনারা দুর্নীতির রাস্তা ধরবেন না। যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাই তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‘হজ ব্যবস্থাপনা নিয়ে যদি আমার কোনো ত্রুটি ধরতে পারেন তবে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো। ’
মন্ত্রী বলেন, ২০১৫ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক এক লাখ ৬ হাজার ৫শ ৫০ জন হজ যাত্রী পাঠানো হয়েছে। এছাড়া গতবছর নির্ধারিত কোটার চেয়ে ২০ হাজার বেশি যাত্রী হজে যাওয়ার জন্য আবেদন করেছিলেন।
তিনি বলেন, ই-হজ প্রক্রিয়ার সঙ্গে আইটি প্রতিষ্ঠান, ব্যাংক, পাসর্পোট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ভেরিফিকেশনসহ নানা বিষয় সংযুক্ত থাকবে। প্রত্যেক হজ যাত্রী যেনো সহজে ও নির্বিঘ্নে হজে যেতে পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ থাকবে।
প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, গভীর মনোযোগের সঙ্গে এ প্রশিকক্ষণটি আপনারা নেবেন। পরে প্রশিক্ষণলব্ধ এ জ্ঞান কাজে লাগিয়ে হজ যাত্রীদের সঠিক তথ্য ও সহযোগিতা দেবেন। এটাই আমার কাম্য।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে গত সাত বছরের ন্যায় এ বছরও আমরা হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুন্দর ভাবে করতে চাই। এর জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল পা্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এ বছরও লক্ষাধিক হজ যাত্রী নিয়ে জাতিকে হজ পালনের ভালো সুযোগ দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
হজ গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ধর্মমন্ত্রী।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজনেস অটোমেশন লিমিটেড এ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ করছে।
পবিত্র হজে গমনেচ্ছুদের সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা, বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার ৭৫২ টাকা। প্রাক-নিবন্ধন শুরুর তারিখ বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে চুক্তি সম্পাদনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.hajj.gov.bd) হজ প্যাকেজ-২০১৬ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বিজনেস অটোমেশনের সিও জাহিদুল হাসান মিতুল, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইব্রাহিম বাহার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসজেএ/এসএস