বগুড়া: বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে টাকার বিনিময়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেরপুর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম এমন অভিযোগ করেন।
সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে মহাসড়কে অবৈধভাবে এসব তিন চাকার যান চলাচল বন্ধ করতে হবে। নইলে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ করে তারা মহাসড়ক অবরোধ করবেন বলে আলটিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০১৫ সালের ২৫ আগস্ট যোগাযোগ মন্ত্রণালয় মহাসড়কে সব ধরনের তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করে। কিন্তু শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যেক সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন ১০ টাকা হারে চাঁদা নেন। বিনিময়ে বগুড়ার বনানী থেকে মহাসড়ক হয়ে শেরপুর পর্যন্ত এসব তিন চাকার যান চলাচলের অনুমতি দিয়েছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টির দ্রুত সমাধানের জন্য তিনি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় সংগঠনের নেতা শফিকুল ইসলাম, সঞ্চয় কুন্ডু, আফাস উদ্দিন, গৌতম দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, বাস মালিক সমিতি নেতাদের অভিযোগ সত্য নয়। মহাসড়কে তিন চাকার সব ধরনের যান চলাচলে বরাবরই বাধা দিয়ে আসছে পুলিশ।
কিন্তু জনবলের স্বল্পতা রয়েছে। এ কারণে সার্বক্ষণিক মহাসড়ক পাহারা দেওয়া সম্ভব নয় বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/এসএস