ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত কিশোরের মৃত্যু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত নয়ন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শহরের আদর্শপাড়ায় শামসুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নয়ন ওই পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বুধবার বিকেল ৫টার দিকে শহরের মর্নিংবেল স্কুলের পেছনের একটি মাঠে এলাকার দুই গ্রুপের ক্রিকেট খেলা হয়। এ সময় নয়নের সঙ্গে প্রতিপক্ষের কয়েকজনের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে রাত পৌনে ৮টার দিকে প্রতিপক্ষের কয়েকজন শামসুলের বাড়ির সমানে নয়নকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা আরো খারাপ হওয়ায় বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।