লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর গ্রামের পাটোয়ারি বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
কামাল গাজীনগর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ খোকন মিয়া বাংলানিউজকে জানান, কামাল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সবার অজান্তে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান তিনি। পরে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহত ব্যক্তির বাবা আবুল কালাম বিষয়টি থানায় জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমজেড