ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরীতে ট্রলারডুবি

উল্লাপাড়ায় ৬ শ্রমিকের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
উল্লাপাড়ায় ৬ শ্রমিকের দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: ধলেশ্বরীতে নদীতে মাটিবাহী ট্রলারডুবির ঘটনায় নিহত সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছয় শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে।  
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তেলিপাড়া কবরস্থানে চারজনকে দাফন করা হয়।


 
প্রায় একই সময় বানিয়াকৈড় ও ফাজিলনগর কবরস্থানে বাকি দু’জনকে দাফন করা হয়।  
 
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।   
 
এর আগে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবিতে এই ছয় শ্রমিকের মৃত্যু হয়।  
 
নিহত ব্যক্তিরা হলেন- উল্লাপাড়া উপজেলার গারেশ্বর গ্রামের মন্তাজ আলীর ছেলে নেজাব আলী (৩৮) ও সুজাব আলী (৩২), শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (১৮), আজিজল হকের ছেলে শাহীন (২৮), বানিয়াকৈড় গ্রামের সিদ্দিকের ছেলে সুজন (৩০) এবং ফাজিলনগর গ্রামের চয়েনদির ছেলে আবু তালেব (৩০)।  
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬       
এমজেড

**  নারায়ণগঞ্জে ট্রলার ডুবি, ৬ জনের মরদেহ উদ্ধার
** দুইজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪
** একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫
** ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।