মেহেরপুর: গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে প্রেমিকা মুন্নি খাতুনের (১৩) আত্মহত্যার খবর পেয়ে প্রেমিক মিনারুল ইসলামও (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মুন্নি এবং শেষ রাত ৩টার দিকে মিনারুল মারা যান।
স্থানীয়রা জানান, বালিয়াঘাট গ্রামের অভয়নগর পাড়ার হাবুজেল হকের ছেলে মিনারুল ইসলামের সঙ্গে একই পাড়ার মুন্তাজ আলীর মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুন্নির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার বিকেলে বাড়ির পাশে মুন্নি ও মিনারুল কথা বলছিলেন। এসময় মুন্নির মা সাজেদা খাতুন তাদের দেখে ফেলেন। বাড়িতে ডেকে নিয়ে মুন্নিকে গাল-মন্দ করে বলেন বিষ খেয়ে মরতে পারিস না। মায়ের এ কথা শুনে অভিমান করে রাত ৮টার দিকে নিজ ঘরে বিষপান করে মুন্নি। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে মুন্নি বিষপান করে মারা গেছে এমন খবর পেয়ে মিনারুল নিজ ঘরে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাত ৩টার সময় ঘর থেকে মিনারুলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
প্রেমিক জুটির আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, উভয় পরিবারের লোকজন থানায় এসেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ