ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় প্রশিক্ষণার্থী নিহত

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বগুড়ায় বাসচাপায় প্রশিক্ষণার্থী নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় জাহিনুর বেগম (৪০) নামে এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন।
 
তিনি বরগুনার বেতাগী উপজেলার দেশন্তাকাটি গ্রামের শাহ আলীর স্ত্রী।


 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, জাহিনুর বেগম মহাসড়ক পারাপারকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
 
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জাহিনুর বেগম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মান সম্পন্ন বীজের ওপর প্রশিক্ষণ নিতে এসেছিলেন বলে তিনি জানান।  
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।