পঞ্চগড়: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অভিযোগে পঞ্চগড়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানের ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পঞ্চগড় বাজারের করিমের হোটেলকে ১ হাজার টাকা, মুন্সির হোটেলকে ৫ হাজার টাকা, ভাই ভাই বিরিয়ানী হাউস ও রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, নজরুলের হোটেলকে ২ হাজার টাকা, রশিদুলের হোটেলকে ১ হাজার ৫০০ টাকা, জুলহাসের হোটেলকে ১ হাজার টাকা ও কীটনাশকের দোকান মনি-মুক্তা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৬ হোটেলের জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমজেড