রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাফরুহা হোসেন সেজুতি আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক অসিত রায় বলেন, ‘সেজুতি প্রায় ৫/৬ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় ২১ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান’।
জয়পুরহাটের ক্ষেতলাল উপাজেলার তেলিহার গ্রামের মৃত অধ্যাপক আলতাফ হোসেনের মেয়ে ড. মাফরুহা হোসেন সেজুতি। মৃত্যুর সময় সেজুতি স্বামী ড. মো. মুস্তাফিজুর রহমান, মেয়ে শ্রুতি রহমানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ড. মাফরুহা হোসেন সেজুতি বাংলাদেশ টেলিভিশনের ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত কণ্ঠ সঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতারের ‘খ’ শ্রেণির কণ্ঠ সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের ‘খ’ তালিকাভুক্ত সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন।
তিনি বেশ কয়েকটি নাটকের আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন। সেগুলো মধ্যে রয়েছে ড. মুস্তাফিজুর রহমানের ‘দৃষ্টি’, ‘আম্রকানন’, ‘সবুজ দ্বীপের সাতপাখি’, ‘যন্ত্রণা’, ‘টোনাটুনি আর বাঘের গল্প’, ‘মহামান্য রাজা ও মাননীয় মন্ত্রী’।
ড. সেজুতির মৃত্যুতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমজেড/