ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোরাপাড়া পশুহাটের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়েছে।
তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মহেশপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার উপজেলার কোরাপাড়া পশুহাটের টেন্ডার বিক্রয় হচ্ছিল। সেসময় ওই এলাকার আমিনুর মেম্বর ও লাল শেখের লোকজনের মধ্যে টেন্ডার কেনা নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সেসময় উভয়পক্ষের চারজন আহত হয়।
পরে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ