ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে হাট-বাজার ইজারা দরপত্রে অনিয়মের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ঈশ্বরগঞ্জে হাট-বাজার ইজারা দরপত্রে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাট-বাজার ইজারা দেওয়ার দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্রে ২৬টি বাজারের গড় মূল্য উল্লেখ না থাকা ও নির্ধারিত সময়ের একদিন পরেও সিডিউল বিক্রি করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।


   
জানা যায়, বাংলা ১৪২৩ সালের জন্য উপজেলার সব হাট-বাজার ইজারা দানের উদ্দেশ্যে দরপত্র বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। দরপত্রে মোট ৪৯টি বাজারের কথা উল্লেখ থাকলেও ২৩টি বাজারে বিগত তিন বছরের ইজারা মূল্যের গড় প্রকাশ করা হয়েছে।

বাদ বাকি ২৬টি বাজারের কোনো গড় মূল্য বিজ্ঞপ্তিতে দেখানো হয়নি। বিজ্ঞপ্তি মোতাবেক মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত সিডিউল বিক্রির শেষ দিন ছিলো।

কিন্তু বুধবারও (২৪ ফেব্রুয়ারি) সিডিউল বিক্রি করা হয়েছে। ওইদিন দুপুর ২টা পর্যন্ত সিডিউল জমা নেওয়ার কথা থাকলেও জমা নেওয়া হয়েছে বিকেলে ৩টা অব্দি।

এসব নিয়ে স্থানীয় দরপত্র দাতাদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাজার দরপত্র জমা দিতে আসা আবু তাহের অভিযোগ করে বলেন, দরপত্রে ২৬টি বাজারের কোনো মূল্য উল্লেখ নাই। অনিয়ম করতেই দরপত্রে এমন কারসাজি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার বাংলানিউজকে বলেন, নির্ধারিত সময় পর্যন্ত সিডিউল বিক্রি হয়েছে। যেসব বাজারের ক্ষেত্রে তিন বছরের গড়মূল্য পাওয়া যায়নি সেগুলো ফাঁকা রয়েছে। কাজেই দরপত্রে কোনো অনিয়ম হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।