ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
পাবনায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন জারি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম

পাবনা: ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় সমন জারি করে ২৪ মার্চ সশরীরে আদালতে হাজির হওয়া নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাবনার আমলী আদালত-১ এর বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন।



পাবনা আমলী আদালত-১ এর পেসকার দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান,  ১/১১ এর সময় দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা সংবাদ পরিবেশন করার প্রতিবাদে গত ১৬ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে আদালতে একটি মানহানির মামলা করেন।

আদালত মামলাটির তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসানকে নির্দেশ দেন। ওসি সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করায় আদালত যাচাই বাছাই করে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

২৪ মার্চ তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য দি ডেইলি স্টার সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।