ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
হবিগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ছবি: প্রতীকী

সিলেট: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার রত্নাবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় উপজেলার রত্নাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা ডা. লুৎফুর রহমান ও অপর জন বানিয়াচং বিএসডি মহিলা মাদরাসার শিক্ষিকা আক্তারুন নেছা (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী ডা. লুৎফুর রহমান ও আক্তারুন নেছা। গুরুতর আহত হন অটোরিক্সা চালকসহ আরও দুই আরোহী। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠায়।

বানিয়াচং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।