ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

১৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
১৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সচল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সাড়ে ১৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫ মিনিটে লাইনটি সচল হয়।



কমলগঞ্জ রেলস্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রেল লাইন মেরামত করার পর একটি ইঞ্জিন দিয়ে লাইনটি পরীক্ষা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শ্রীমঙ্গলে আটকে থাকা জয়ন্তিকা ও পাহাড়িকা ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানান তিনি।

এর আগে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নং ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে গেলে ভোর থেকে এই লাইনে রেল যোগাযোগ বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ

** সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।