খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে আরো ২ বছর দ্বায়িত্ব পালন করবেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।
২৯ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শফিক সাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি হয়।
এতে বলা হয়, নব বিক্রম কিশোর ত্রিপুরার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ১ মার্চ অথবা যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
নব বিক্রম কিশোর ত্রিপুরা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পান।
বর্তমানে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএইচ