সিলেট: বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর করতে নগরীর ড্রেন-নালা আগাম পরিষ্কারের কাজে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে ১০টি গ্রুপে বিভক্ত হয়ে সিসিক কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।
টানা ১০দিন এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। এই কার্যক্রম চলাকালে বক্স ড্রেনগুলো উন্মুক্ত করে পরিষ্কার করা হবে ও দ্রুততার সঙ্গে আবর্জনা সরানো হবে।
অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫টি ওয়ার্ডে সিটি করপোরেশনের শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে ড্রেন পরিষ্কার করার কাজে অংশ নেয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সিসিক’র চিফ কনজারভেন্সি অফিসার মো. হানিফুর রহমান বাংলানিউজকে বলেন, ড্রেন ও নালায় বেশিরভাগই হোটেল ও রেস্তোরার উচ্ছিষ্ট আবর্জনা ও পলিথিন ফেলা হয়। এসব আবর্জনা ফেলার কারণে ড্রেনের মধ্য দিয়ে পানি প্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এসব ময়লা-আবর্জনা ড্রেনে না ফেলে সিটি করপোরেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। ড্রেন থেকে ময়লা-আবর্জনা তোলার পর তা দ্রুততার সঙ্গে সরিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এনইউ/আরএম