ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট-সুনামগঞ্জ সড়কে ১১ সেতুর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সিলেট-সুনামগঞ্জ সড়কে ১১ সেতুর উদ্বোধন ছবি : সংগৃহীত

সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ১১টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুগুলোর উদ্বোধন করেন।



সেতুগুলো হলো- সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ সেতু, জালালপুর সেতু, বোকারভাঙ্গা সেতু, জাতুয়া সেতু, বাউসা সেতু, চেঁচান সেতু, মনবেগ সেতু, রাউলী সেতু, কৈতক সেতু, আহসানমারা সেতু ও চেকনিখারা সেতু।

জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে এসব সেতুর নির্মাণ কাজ অনেক আগে শেষ হয়ে যানচলাচল করলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বৃহস্পতিবার।

সুনামগঞ্জ সওজ’র উপ-সহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, সেতুগুলো নির্মাণে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরেক ধাপ এগিয়ে গেছে। এ অঞ্চলের ৩০ লাখ মানুষ এসব সেতু দ্বারা উপকৃত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।