ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে জোড়া খুনের আসামিদের গ্রেফতার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সিংগাইরে জোড়া খুনের আসামিদের গ্রেফতার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামে জোড়া খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতদের স্বজন ও গ্রামবাসী।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হেমায়েতপুর সিংগাইর-মানিকগঞ্জ সড়কের গোবিন্দল এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।



স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আমজাদ হোসেন, নিহত আজিজ মোল্লার ছেলে ইমরান মোল্লাসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, জমি ও টাকা লেনদেনের বিষয় নিয়ে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি জাহিদুল মোল্লা ও রশিদ ওরফে নৈশাসহ জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

২১ ফেব্রুয়ারি সকালে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে জমি ও টাকা নেলদেনের জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটে।
 
ঘটনার দিন রাতে সিংগাইর থানায় আজিজের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ ভাগিনা রশিদ ওরফে নৈশার শ্বশুর জহির উদ্দিনকে আটক করলেও মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি।   

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।