ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে ১০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
নেছারাবাদে ১০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কালীগঙ্গা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।  
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।


 
দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত  মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী ও কোস্টগার্ডের নেছারাবাদ ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার আবু তালেবের উপস্থিতিতে সন্ধ্যা নদীর ফেরিঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।  
 
পুড়িয়ে দেওয়া এসব জালের মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।