ঢাকা: দিনাজপুরের বিরামপুরে চালককে হত্যা করে পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮- ৩০০০) ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর আদাবর এলাকা থেকে পিকআপ ভ্যানটিসহ ইসরাফিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করে আদাবর থানা পুলিশ।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল চন্দ্র পাল বাংলানিউজকে জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে দিনাজপুরের বিরামপুর থেকে চালক রাশেদুল ইসলামকে হত্যা করে তার পিকআপ ভ্যানটি ছিনতাই করে একটি চক্র। ২৩ ফেব্রুয়ারি রাশেদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু মৃতদেহের পরিচয় না জানতে পেরে অজ্ঞাতপরিচয় হিসেবে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন ওই থানার এসআই বাবলু। পরে মৃতদেহের পরিচয় পাওয়া যায়। এরপর আজ (বৃহস্পতিবার) দুপুরে পিকআপ ভ্যানটিসহ ইসরাফিলকে আটক করা হয়।
নিহত চালক রাশেদুল ইসলাম নীলফামারী জেলার পলাশবাড়ি এলাকার আবদুল কুদ্দুসের ছেলে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুযারি ২৫, ২০১৬
ইকে/আরএম