নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই স্কুলছাত্রীর বাবাকে কারাদণ্ড ও মাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুযারি) দুপুরে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম এসব দণ্ডাদেশ দেন।
উপজেলার ঘোষবাগ ইউনিয়নে অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রীর সঙ্গে একই এলাকার এক যুবকের বিয়ের দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার কনের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্যবিয়ে আয়োজনের দায়ে মেয়ের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
কবিরহাটের ইউএনও হাসিনা ইসলাম বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীকে ১৮ বছরের আগে যেন বিয়ে না দেওয়া হয় -এই মর্মে তার বাবা ও মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত বাবাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমজেড/