ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
খুলনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

খুলনা: খুলনায় স্ত্রী রাহিমা বেগমকে (২৪) শ্বাসরোধ করে হত্যার পর আত্মসমর্পণ করেছেন তার স্বামী মনির হোসেন (৩০)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি।

আদালত তাকে পুলিশ হেফাজতে রেখেছেন।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দাস বাংলানিউজকে জানান, দৌলতপুরের মহেশ্বরপাশার সেনপাড়া বউ বাজার এলাকার মান্নান ড্রাইভারের ভাড়াটিয়া মনির হোসেন সকাল থেকে দুপুরের যে কোনো সময় তার স্ত্রী রাহিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেই আদালতে গিয়ে ঘটনাটি স্বীকার করে। এরপর আদালতের নির্দেশে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, মনির হোসেনের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তার জের ধরেই সে স্ত্রীকে হত্যা করে। আটক মনির স্থানীয় মুজিবুর হাওলাদারের ছেলে।

এ ঘটনায় নিহত রাহিমার বাবা আব্দুল ওয়াহাব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।