ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী সমিতির নির্বাচন

লক্ষ্মীপুরে সভাপতি হাফিজুর-সম্পাদক নুর উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
লক্ষ্মীপুরে সভাপতি হাফিজুর-সম্পাদক নুর উদ্দিন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. হাফিজুর রহমান (বিএনপি) সভাপতি এবং নুর উদ্দিন চৌধুরী নয়ন (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৩টি পদে বিএনপি সভাপতিসহ ছয়টি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ছয়টি এবং জামায়াত একটি পদে নির্বাচিত হয়েছেন।


    
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আইনজীবী সমিতি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
 
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সহ সভাপতি হিসেবে মো. নুর উদ্দিন বাবুল (আ’লীগ), মো. নুরুল আলম (আ’লীগ), সহ-সম্পাদক পদে মো. সোহেল মাহমুদ (বিএনপি), মো. মঞ্জুর আহমেদ (আ’লীগ), পাঠাগার সম্পাদক পদে মো. মেজবাহ উদ্দিন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক পদে প্রবীর মিত্র দেবনাথ (আ’লীগ), সদস্য পদে আবু নাছের সাজ্জাদুরনবী (বিএনপি), এ টি এম জাকির হোসেন মঞ্জ‍ু (জামায়াত), সামছ উদ্দিন হিমেল (বিএনপি), মো. আরিফুর রহমান (বিএনপি) ও প্রহলাদ চন্দ্র নাথ রবি (আ’লীগ)।

২১৭ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ  করেন।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।