ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ২২০ বোতল মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জলঢাকায় ২২০ বোতল মদসহ আটক ১ ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় ২২০ বোতল মদসহ পরেশ চন্দ্র দাস (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।



আটক পলাশ উপজেলার টেঙ্গনমারী ইউনিয়নের মৃত জামিনি দাসের ছেলে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকা আসছিলেন পরেশ। পথে নবাবগঞ্জ বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে উল্টে পড়েন তিনি।

এসময় স্থানীয়রা মদের বোতল দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।