ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
কুড়িগ্রামে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুড়িগ্রাম: সরকারিভাবে বরাদ্দকৃত জমি ফেরত পেতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভূমিহীন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা।

এসময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারি ছয় একর খাস জমি ২৪ জন ভূমিহীন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে দলিলসহ হস্তান্তর করে সরকার। সেই থেকে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু গত ৮ জানুয়ারি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মকবুল হোসেন তার লোকজন নিয়ে মুক্তিযোদ্ধাদের ফসল ও গাছপালা কেটে ওই জমি দখল করেন।
 
বীরপ্রতীক আব্দুল হাই সরকার বলেন, অসহায় ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জমি বেদখল হয়ে গেছে। আমাদের এ জমি উদ্ধারে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জমি দখলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু বলেন, আমি চাই প্রশাসন দ্রুত ব্যাপারটি আমলে নিয়ে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত জমি বুঝিয়ে দেবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, বরাদ্দকৃত জমিতে মুক্তিযোদ্ধাদের বাড়ি-ঘর না থাকায় দখলের ঘটনা ঘটেছে। তবে পুলিশ যদি একটু জোড়ালো ভূমিকা নেয় তাহলে অতি সহজে মুক্তিযোদ্ধাদের এ জমি উদ্ধার করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।