ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকতার পৃথক নীতিমালার পরিকল্পনা নেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সাংবাদিকতার পৃথক নীতিমালার পরিকল্পনা নেই

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় প্রেস কাউন্সিরের মাধ্যমে সাংবাদিকদের পরিচয়পত্র (আইডি) দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর জন্য পৃথক কোনো নীতিমালাও করা হবে না।

 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত রহিম উল্লাহর (ফেনী-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকতা পেশার ক্ষেত্রে পৃথক নীতিমালা করে জাতীয় প্রেস কাউন্সিলের মাধ্যমে আইডি কার্ড দেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।

বাংলাদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিধার জন্য প্রেস অ্যাক্রিডিয়েশন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এই নীতিমালার বিধানের আলোকে ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো বিভাগ অথবা জেলা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকাকে দৈনিক প্রচার সংখ্যার ওপর ভিত্তিক করে এক্রিডিয়েশন কার্ড দেওয়া হয়ে থাকে।
 
সংরক্ষিত আসনে সংসদ সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজলের টেবিলে উত্থাপিত অপর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ইনু জানান, বাংলাদেশ শ্রম আইন-২০০৬’ এর আওতায় বাতিলকৃত  ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (কনডিশনস অব সার্ভিস) অ্যাক্ট, ১৯৭৪’ টি যুগোপযোগী করে ‘গণমাধ্যম কর্মী (চাকুরির শর্তাবলী) আইন, ২০১৫’ শীর্ষক পুনরায় প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের বিগত ৭ বছরে ৭১৬টি পত্রিকার নিবন্ধন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক ও ষান্মাষিক পত্রিকার সংখ্যা (আটাশ) ২৮ শতাধিক।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসকে/এসএম/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।