রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): দূষনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার দ্য ফুড প্রোডাক্টস নামে একটি বেকারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর এ জরিমানা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও ইটিপি নির্মাণ না করেই কারখানা পরিচালনা করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছে কারখানাটি।
এ অপরাধে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ কে এম মিজানুর রহমান ওই কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমজেড