বগুড়া: বগুড়ায় আইআইটিবি পলিটেকনিকের সহযোগী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি বগুড়া’র (আইএমটিবি) তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের লতিফপুর কলোনি আইআইটিবি এডুকেশন কমপ্লেক্সে আইআইটিবি ও আইএমটিবি’র প্রতিষ্ঠাতা পরিচালক সবুর শাহ্ লোটাস অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আইআইটিবি ও আইএমটিবি’র অধ্যক্ষ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহাদৎ হোসেন।
শুভেচ্ছা বক্তব্যে আইআইটিবি ও আইএমটিবি’র প্রতিষ্ঠাতা পরিচালক সবুর শাহ্ লোটাস বলেন, শিক্ষার মাধ্যমে জাতিকে উন্নতির সোপানে নিয়ে যাওয়া সম্ভব। আর সেই শিক্ষা দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এছাড়া অনুষ্ঠানে আইএমটিবি’র মেডিকেল টেকনোলজি বিভাগের প্রধান মোহাতাব আলী, শিক্ষক ফারহানা হক, আব্দুস সাত্তার, ফৌজিয়া ইসলাম, জেসমিন আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
সংবর্ধনা শেষে কলেজ ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/এসএস