ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে আগ্নেয়াস্ত্রসহ ৩ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
যশোরে আগ্নেয়াস্ত্রসহ ৩ ব্যবসায়ী আটক ছবি : প্রতীকী

যশোর: যশোরে আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান, দু’টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার মুন্সি বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যবসায়ীরা হলেন, যশোর সদর উপজেলার মুন্সি বাগডাঙ্গা গ্রামের গোলাম সরদারের ছেলে শাহিনুর রহমান (৩০), কুমার বাগডাঙ্গা গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে আলম হোসেন (২৭) এবং একই গ্রামের মৃত সাত্তার চাকলাদারের ছেলে সবুজ হোসেন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সি বাগডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের কাছে অস্ত্র কিনতে যায় কয়েকজন পুলিশ। শাহিনুর তার ঘর থেকে বিদেশি নাইন এমএম পিস্তল নিয়ে আসে। অস্ত্রটি বের করে দেওয়ার পরই পুলিশ তাকে হাতে নাতে আটক করে। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ দু’টি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।  

জিজ্ঞাসাবাদে শাহিনুরের দেওয়া তথ্য মতে কুমার বাগডাঙ্গা গ্রামের আলমের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শ্যুটারগান উদ্ধারসহ তাকে এবং সবুজকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।