ঢাকা: রাজধানীতে বিএসটিআই অনুমোদন ছাড়া এনার্জি বাল্ব তৈরি ও বিক্রির দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাজধানীর কাপ্তনবাজারে ভবন-১ মার্কেটে এশিয়া পিয়াল ইলেক্ট্রনিক্স কোম্পানির মালিক জাও ইয়াংনকে তিন লাখ টাকা, একই মার্কেটের টেকভ্যালি ইন্টারন্যাশলনাল লিমিটেডের মালিক মো. সালাউদ্দিনকে এক লাখ টাকা এবং ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব প্লাজার একটি ইলেক্ট্রনিক্স দোকানের মালিক আবুল হাসনাত দুলালকে ২৫ হাজার টাকা ও আরেক ব্যবসায়ী রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলেন, ওই চার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদন ছাড়া এনার্জি বাল্ব তৈরি করা হতো। এছাড়াও তারা ১৪ ওয়াটের এনার্জি বাল্বকে বিক্রি করা হতো ৩০ ওয়াট বলে। ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় তাদের জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআইকে/এএটি/এসএস