ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টিআইবি’র দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
টিআইবি’র দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ

ঢাকা: প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ফেলোশিপ ২০১৬ দেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এ বছর পাঁচটি বিষয়ে ফেলোশিপ দেওয়া হবে।

বিষয়গুলো হলো-শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন।

২০১৬ সালে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বিটিভি, বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

উল্লেখিত সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক সংবাদ মাধ্যমে কোনো বিরতি ছাড়া ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কর্ম অভিজ্ঞতা অনুসন্ধানী সাংবাদিকতায় রিপোর্ট প্রণয়নের অভিজ্ঞতামহ বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর।

আগ্রহীরা প্রস্তাবনা জমা দিতে  ১০ এপ্রিল পর্যন্ত। প্রতিটি ফেলোশিপের সময়কাল সর্বোচ্চ তিন মাস। প্রার্থীর দেওয়া প্রস্তাবনাপত্র ও টিআইবি কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে ফেলোশিপের প্রকৃত সময় নির্ধারণ করা হবে।

টিআইবি ট্রাস্টি বোর্ড মনোনীত জুরি বোর্ড প্রার্থীর সব তথ্য এবং প্রস্তাবনা ও পরিকল্পনা মূল্যায়ন এবং সাক্ষাৎকারের ভিত্তিতে ফেলো নির্বাচন করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোকে সম্মানী হিসেবে মোট এক লাখ টাকা ও সনদ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী:
১। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে।
২। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা ও পরিকল্পনা জমা দিতে হবে।
এতে প্রতিবেদনের যৌক্তিকতা, লক্ষ্যসমূহ এবং পরিসীমা, পদ্ধতি, মাঠ-কর্মকান্ডের পরিকল্পনা এবং সময়সূচি, ফেলোশিপ কর্মসূচির প্রত্যাশিত ফল এবং সম্ভাব্য বাজেট বিষয়ের উল্লেখ থাকতে হবে।       
৩। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী কর্তৃক প্রণীত ও প্রকাশিত/প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে হবে। ইতোপূর্বে যারা টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পেয়েছেন তারা এই ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না।
৪। ডাকযোগে আবেদন করা যাবে এবং খামের উপরে ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০১৬’ উল্লেখ করতে হবে।
৫। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর কর্মপ্রতিষ্ঠানের সম্পাদক/নির্বাহী প্রধানের স্বাক্ষরিত অভিজ্ঞতার সনদ ও ফেলোশিপে অংশগ্রহণের অনুমতিপত্র জমা দিতে হবে
৬। আবেদনপত্রের সঙ্গে কাঙ্ক্ষিত তিনজন পরামর্শকের/মেনটরের নাম প্রস্তাব করতে হবে। তবে অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত  টিআইবি’র ওয়েবসাইটে (www.ti-bangladesh.org/ijf2016) জানা যাবে।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি: ২৫, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।