ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ কামাল ও শেখ জামাল সেতুর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
শেখ কামাল ও শেখ জামাল সেতুর উদ্বোধন

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদের ওপর নির্মিত শেখ কামাল ও হাজীপুরের সোনাতলা নদীর ওপর নির্মিত শেখ জামাল সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দু’টি সেতুর উদ্বোধন করেন তিনি।

 
 
এর আগে ২০১৫ সালের ২০ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলাপাড়া উপজেলার শিববাড়িয়া নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
 
বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানের সময় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসকসহ পটুয়াখালীর বিভিন্ন আসনের সংসদ সদস্য ছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।  
 
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ওপর শেখ কামাল সেতু নির্মাণের জন্য ২০১১ সালের ১২ জুন কার্যাদেশ দেওয়া হয়। ১৯টি স্প্যানসহ এ সেতুর দৈর্ঘ্য ৮৯১ দশমিক ৭৬ মিটার। প্রস্থ ১০ মিটার। সেতুর দুই প্রান্তে ৫৫৫ মিটার সংযোগ সড়ক রয়েছে। ৬৫ কোটি ১ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আরবিএল, এমবিইএল যৌথ ভাবে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
 
উপজেলার সোনাতলা নদীর ওপর শেখ জামাল সেতু  নির্মাণের জন্য ২০১২ সালের ৭ মার্চ  কার্যাদেশ দেওয়া হয়। ১০টি স্প্যানের উপরে নির্মিত এ সেতুর দৈর্ঘ্য ৪৮৩ মিটার। এই সেতুটির সংযোগ সড়ক রয়েছে দুই দিকে ৪০০ মিটার।   সেতুটির নির্মাণ ব্যয় রয়েছে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইএল, এসিএল ও আরবিএল যৌথভাবে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।