ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বইমেলায় ইটডকো'র মোবাইল ফোন টাওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বইমেলায় ইটডকো'র মোবাইল ফোন টাওয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় আগত মোবাইল ফোন গ্রাহকদের নেটওয়ার্ক পরিসেবা নিরবিচ্ছন্ন করতে মেলা প্রাঙ্গনে সেল অন হুইলস (কাউ) স্থাপন করেছে টেলিকম অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ই-ডটকো।

মোবইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা এখান থেকে নেটওয়ার্ক সুবিধা পাবেন।



ভাষার মাসে বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী এ মেলার শুরুর দিন থেকে তারা এ সেবা দিয়ে আসছে বলে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মেলায় সেল অন হুইলস (এক ধরনের মোবাইলফোন টাওয়ার) মোবাইলফোনের গ্রাহক সেবা দেওয়া অব্যাহত থাকবে।

পরিবেশবান্ধব টেলিকম প্রযুক্তির ব্যবহারে ই-ডটকো নতুন উদ্ভাবনী সেবা নিয়ে আসছে। ই-ডটকো মনোপোল টাওয়ার, ক্যামোফ্লেজ টাওয়ার এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন ইকো সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাইটগুলোর রিয়েল টাইম মনিটরিং উপস্থাপন করা হয়।

মনোপল টাওয়ার নগরের বাইরে বিশেষত গ্রামাঞ্চলে জমি সাশ্রয় করতে সহায়ক। সিটি টাওয়ার- ক্যামোফ্লেজ টাওয়ার হিসেবে পরিচিত বহুমুখী এ পণ্যটি শপিং মলের মধ্যে অবস্থিত এলইডি স্ক্রিনের মতো আশেপাশের পরিবেশের সঙ্গে মিলে নগরের সৌন্দর্য রক্ষা করে।

ইকো সেন্টারের মাধ্যমে সেবাগ্রহীতা প্রতিষ্ঠান যেকোনো স্থান থেকে তার পরোক্ষ অবকাঠামোর তথ্য পাওয়া এবং দ্রুততম সময়ে সমস্যার সমাধান করতে পারছে। ইকো সেন্টার মোবাইলফোন টাওয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, তথ্য প্রদান, সংকেত দেওয়াসহ পরোক্ষ অবকাঠামো সেবার সমস্যার তথ্য ও সমাধান দিচ্ছে।

একুশে গ্রন্থমেলায় সেল অন হুইলস স্থাপন প্রসঙ্গে ই-ডটকো'র ব্যবস্থাপনা পরিচালক ড্যারেল বলেন, ভাষার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের মানুষের প্রাণের উৎসবে আগত গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ভয়েস ও ডেটা সুবিধা নিশ্চিত করছে। সেল অন হুইলস শেয়ার করে ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হলে সামনের বছরগুলোতে আমরা সব অপারেটরের গ্রাহকদের  সেবাটি দিতে পারবো।

বিনামূল্যে ই-ডটকো সেবাটি দিচ্ছে বলেও জানান ড্যারেল।

আজিয়াটা বারহাদ গ্রুপের একক মালিকানাধীন টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী সাবসিডিয়ারি কোম্পানি হলো ই-ডটকো। ২০১২ সালে প্রতিষ্ঠিত ই-ডটকোর ব্যবস্থাপনা এবং পরিচালন কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় টাওয়ার, জ্বালানি, ট্রান্সমিশন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ সব ধরনের অবকাঠামো সেবা প্রদান করে থাকে।

এশিয়ার প্রথম অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইডটকো মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া ও বাংলাদেশে মোট ১৪ হাজার টাওয়ারের টেলিযোগাযোগ অবকাঠামো সেবা এবং সমাধান দিয়ে থাকে। আর ইডটকোর এ ধরনের সেবা দিতে সহায়তা করে থাকে এ ইকো সেন্টার।

ই-ডকটো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ডিজিটাল বাংলাদেশ গঠনে ঢাকাকে উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করতে নতুন পথ নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।