ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুবিতে ভলিবলে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
খুবিতে ভলিবলে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ছাত্র ও ছাত্রীদের মধ্যে আন্তঃডিসিপ্লিন (বিভাগ) ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন। ছাত্র ও ছাত্রীদের দু’টি দলই পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয়।



বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে মেয়ে ও ছেলেদের পৃথক দু’টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ছাত্রীদের খেলায় পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন ২-১ সেটে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনকে পরাজিত করে এবং ছাত্রদের খেলায় পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিন ২-১ সেটে রসায়নবিজ্ঞান ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ-উল্লাসে দু’টি ডিসিপ্লিনের ফাইনাল খেলাটি হয়ে ওঠে উপভোগ্যময়। খেলার মাঠে খেলোয়াড়দের নৈপুণ্যও ছিল দেখার মতো।

খেলা শেষে সন্ধ্যায় শারীরিক শিক্ষাচর্চা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক শরীফ হাসান লিমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপাচার্যের রুটিন দায়িত্বরত ট্রেজারার খান আতিয়ার রহমান।
 
এ সময় পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. ফারজানা নাহিদ, রসায়নবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রেজাউল হক, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) কাজী হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।