ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ জব্দ ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড় হওয়ার সময় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।



শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মালয়েশিয়ার কুয়ালালামুপর থেকে আসা বিজি-০১৮৭ ফ্লাইটে একই পরিবারের ৫ সদস্য বিমানবন্দরে নামেন।

‘গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশিকালে স্বামী-স্ত্রীর জুতার ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের মোট ৮টি বার, এবং কাছে থাকা ব্যাগে তল্লাশি করে সাড়ে ৬০০ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের দাম ৭০ লাখ টাকা। ’

এ ঘটনায় স্বামী মনিরুল ইসলাম ও স্ত্রী নীলুফার ইয়াসমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে ২ ছেলে ও এক মেয়েও রয়েছেন বলে জানান মঈনুল খান।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এনএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।