ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

ঝালকাঠি: ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম লিটনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় দুর্নীতি দমন কমিশন তিনটি মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জসীম উদ্দিন গাজী বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।



পুলিশ জানায়, লিটনের বিরুদ্ধে ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত বিভিন্ন প্রকল্প থেকে ৬ মেট্রিক টন চাল আত্মসাত, ২০১৩ সালের জুলাই মাসে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া ভূমি উন্নয়ন করের ৩ লাখ ৯৪ হাজার টাকার চেক নিজের একাউন্টে জমা দিয়ে আত্মসাত এবং জুলাই ২০১১ থেকে জুন ২০১২ পর্যন্ত কাবিখার একটি প্রকল্প থেকে ৮৫ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ এনে এসব মামলা দায়ের করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬      
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।