ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আ’লীগ নেতা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আ’লীগ নেতা আহত

পাবনা: পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল আলীম (৪৫) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রাজাপুর আজিজ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর স্থানীয়-আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।