ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি রেজাউদ্দৌলা প্রধানকে (রেজা আকাশ) বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি আসিফ ত্বাসিন ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ কথা জানানো হয়।
রেজা দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি ছাত্র সংগঠনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রেজাউদ্দৌলা প্রধানসহ একাধিক সাংবাদিক পদ নিয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে বিষয়টি সমিতির সাধারণ সভায় আলোচনা হয়।
‘সাংবাদিক সমিতির একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও ছাত্র সংগঠনে পদ নেওয়ার মাধ্যমে সমিতির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মত দেন সমিতির সদস্যরা। তারা মনে করেন, এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থি। সভায় রেজাউদ্দৌলা প্রধানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তিনি বিতর্কিত মন্তব্য করেন। ’
পরবর্তীতে সমিতির সর্বোচ্চ ফোরামে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সমিতির সহ-সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে অন্য যে কোনো ছাত্র সংগঠনের পদধারী কোনো সদস্য থাকলে, তাদের আগামী ১০দিনের মধ্যে ছাত্র সংগঠনের ওই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৫ মার্চের মধ্যে বিষয়টি লিখিতভাবে সমিতিকে অবহিত করতে হবে। অন্যথায় ওই দিন থেকে প্রমাণ সাপেক্ষ্যে তাদের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এসএ/এমএ