জাতীয় সংসদ ভবন থেকে: ‘জিয়াউর রহমান কোনোদিনই মুক্তিযুদ্ধ করেন নাই। তিনি একাত্তরে যুদ্ধের ময়দানে থাকলেও যুদ্ধ করেন নাই।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উনি শেলের রেঞ্জের বাইরে থাকতেন এবং যেখানে শেল পড়ত সেখানে থাকতেন না। তাই আমি আজকে বলতে বাধ্য হচ্ছি জীবন্ত সাক্ষী মুক্তিযোদ্ধা হিসেবে। যখন কালুরঘাটে প্রচণ্ড যুদ্ধ চলছিল, তখন সদ্য পদত্যাগী বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীসহ ক্যাপ্টেন হারুন আহত হয়েছিলেন। কিন্তু যুদ্ধ ফেলে উনি চলে গেলেন। আমরা চিন্তা করলাম কী ব্যাপার? মেজর জিয়া কোথায় গেলেন?’
‘কাজেই জিয়াউর রহমান কোনোদিনই যুদ্ধ করেন নাই। আর সেজন্য তার স্ত্রী খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করেন। ’
এসময় আবাসন সমস্যা নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, পূর্বাচলকে একটি আধুনিক শহর হিসেব গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরামর্শে সেখানে ৬২ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য জমি নির্ধারণ করা আছে। অতি সত্ত্বর ফ্ল্যাট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।
২০১৭ সালের মধ্যে পূর্বাচল প্রকল্পের কাজ শেষ করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১ লাখ ৫৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী ঢাকায় আছেন। তাদের জন্য আবাসনের প্রয়োজন আছে। এখন মাত্র আমরা ৮ শতাংশ সরকারি কর্মকর্তা-র্কর্মচারীদের আবাসন সুবিধা দিতে পারছি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের শতভাগ আবাসন সুবিধা দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসকে/এসএম/এমএ
** কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
** সাংবাদিকতার পৃথক নীতিমালার পরিকল্পনা নেই
** জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ সক্রিয় বিবেচনায়