ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নূরে আলম সিদ্দিকীর নিবন্ধ নিয়ে সংসদে ক্ষোভ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
নূরে আলম সিদ্দিকীর নিবন্ধ নিয়ে সংসদে ক্ষোভ

 জাতীয় সংসদ ভবন থেকে: স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতা ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর সম্প্রতি পত্রিকায় লেখা একটি নিবন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।



ফরাজী বলেন, সংবাদপত্রে এক নিবন্ধে নূরে আলম সিদ্দিকী বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগকে অকার্যকর ও বিকলাঙ্গ বলে মন্তব্য করেছেন। এমন মন্তব্য তিনি করতে পারেন না। তিনি বিচার বিভাগের সবাইকে দুর্নীতিবাজ বলতে পারেন না। বিচার বিভাগের অনেকে আছেন যাদের দুই বা তিনশ কোটি টাকা দিয়েও কেনা যাবে না। বড় জোর দুই বা তিন জন সম্পর্কে বলা যেতে পারে।

ফরাজী বলেন, নূরে আলম সিদ্দিকী সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষ নিয়ে বলতে পারতেন। তাহলে আমার কিছু বলার ছিল না। তবে আমার প্রশ্ন, রাষ্ট্রের তিনটি বিভাগ অকার্যকর হলে রাষ্ট্র চলে কী করে? আসলে এসব তিনি ইর্ষাকাতরতা থেকে বলেছেন।

 তিনি বলেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পুরস্কার পাচ্ছেন। তিনি ১৬ কোটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

ফরাজী আরও বলেন, অন্যায় করলে বলা যায়। কিন্তু সামগ্রিকভাবে সংসদকে তিনি অবমাননা করতে পরেন না। তিনি সম্মানীয় এবং সৎ মানুষদের সম্মান না করতে পারেন, কিন্তু অসম্মান করতে পারেন না। নূরে আলম সিদ্দিকী কী করেন, মানুষ তা জানে। তিনি কীভাবে শতশত কোটি টাকার মালিক হয়েছেন? এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে পারেন?

প্রসঙ্গত, নূরে আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর বাবা।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসকে/এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।