ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিলুপ্ত ছিটমহলে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিলুপ্ত ছিটমহলে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা

পঞ্চগড়: পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা মাঠে ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েফ উল্লাহ।

মাদ্রাসার সভাপতি ও বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইদ্রিস আলী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুর রহমান, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছার রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসার সুপার মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

পরে তিনি মাদ্রাসা মাঠ সংলগ্ন স্থানে একটি মসজিদ উদ্বোধন ও একটি গাছের চারা রোপন করেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।