ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে ট্রি-ম্যান আবুল

‘আমি যেনো সুস্থ হয়ে সন্তানকে কোলে নিতে পারি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
‘আমি যেনো সুস্থ হয়ে সন্তানকে কোলে নিতে পারি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমার সন্তানকে জন্মের পর থেকে এখন পর্যন্ত কোলে তুলে নিতে পারিনি। কোলে নিয়ে কিছু খাওয়াতে পারিনি।

এখন আমি আনন্দে আত্মহারা, ডাক্তাররা আমাকে সুস্থ করে তুলেছেন। আমি খুবই আনন্দিত। আমি শিগগিরই আমার সন্তানকে কোলে তুলে নিতে পারবো। ’

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পাঁচ তলার একটি কক্ষে বাংলানিউজের সঙ্গে কথা হলে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন ট্রি-ম্যান আবুল বাজনাদার।

কথা চলাকালীন তার তিন বছরের শিশু কন্যা বাবার কোলে বসে বেলুন নিয়ে খেলছিলো। পাশে ছিলেন স্ত্রী হালিমা ও মা আমেনা বেগম।

আবুল বলেন, স্বাস্থ্যমন্ত্রী দুইবার আমাকে এসে দেখে গেছেন ও আমার মাথায় হাত বুলিয়েছেন। বলেছেন, আমার চিকিৎসার খরচ সরকার দিচ্ছে ও দেবে। স্বাস্থ্যমন্ত্রী ও ডাক্তাররা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার খবর নিচ্ছেন। শুনে আমি এখনই অর্ধেক সুস্থ হয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার সন্তানকে কোলে নিতে পারি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এজেডএস/এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।