ঢাকা: শাহবাগ সেগুনবাগিচা এলাকায় বার্ডেম-২ হাসপাতালের সামনে থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বাংলানিউজকে এ সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মোটরসাইকেলযোগে ওই ছিনতাইকারীরা এক নারী পথচারীকে ছিনতাইকালে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ওই ছিনতাইকারীদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের শাহবাগ থানায় পাঠায়।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এজেডএস/ওএইচ/