ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে তিন ছিনতাইকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
শাহবাগে তিন ছিনতাইকারী আটক ছবি: প্রতীকী

ঢাকা: শাহবাগ সেগুনবাগিচা এলাকায় বার্ডেম-২ হাসপাতালের সামনে থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রাফাত (২২), ‍রাজু (২২) শাওন (২৩)।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বাংলানিউজকে এ সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মোটরসাইকেলযোগে ওই ছিনতাইকারীরা এক নারী পথচারীকে ছিনতাইকালে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়ে পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ওই ছিনত‍াইকারীদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের শাহবাগ থানায় পাঠায়।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।